ইউক্রেন-রাশিয়া সংকটের প্রভাব পড়ছে ফুটবলে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ সরিয়ে নিতে পারে উয়েফা।
ইউক্রেনে রাশিয়ার হামলার শঙ্কার মুখে সেন্ট পিটার্সবার্গ থেকে ইউরোপ সেরার প্রতিযোগিতাটির চলতি আসরের ফাইনাল সরে যাওয়া প্রায় নিশ্চিত এমন ধারণা করছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের পর আরও বেশ কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের সাবেক ক্রীড়ামন্ত্রী ট্রেসি ক্রাউচ অবিলম্বে’ রাশিয়া থেকে ফাইনাল সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে উয়েফাকে।
এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উয়েফা রাশিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। এর আগেও করোনা মহামারীর কারণে গত দুই আসরের ফাইনালও সরিয়ে নেওয়া হয়েছিল পর্তুগালের লিসবনে। আগামী ২৮ মে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সূত্র: রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম