চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
এদিন ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। মিড উইকেটের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন এই আফগান ওপেনার, ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি, বল উঠে যায় আকাশে। তামিম ইকবাল ক্যাচ ধরতে ভুল করেননি। ১৪ বলে ১ চারে ৭ রান করেন গুরবাজ। ক্রিজে নতুন ব্যাটসম্যান রহমত শাহ।
এরপরই আফগান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। তার দারুণ ডেলিভারিতে ১৯ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইবরাহীম। দলীয় ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ