চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
এদিন ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। মিড উইকেটের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন এই আফগান ওপেনার, ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি, বল উঠে যায় আকাশে। তামিম ইকবাল ক্যাচ ধরতে ভুল করেননি। ১৪ বলে ১ চারে ৭ রান করেন গুরবাজ।
এরপরই আফগান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। তার দারুণ ডেলিভারিতে ১৯ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইবরাহীম। দলীয় ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
এরপর এক প্রান্ত আগলে রেখে রান তুলছিলেন রহমত শাহ। ছড়ি ঘোরানোর চেষ্টা করছিলেন বাংলাদেশের বোলারদের ওপর। অবশেষে তাকে থামিয়ে স্বস্তি এনে দেন তাসকিন আহমেদ। তার ব্যাক অফ লেন্থের বলে রহমতের ব্যাট ছুঁয়ে যায় উইকেটরক্ষক মুশফিকের গ্লাভসে। ৬৯ বলে ৩ চারে ৩৪ রান করেন রহমত।
২৮ ওভারের সময় বোলিং করতে এসে ব্রেকথ্রু এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরালেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদীকে। সোজা বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন হাসমতুল্লাহ। ৩ চার ও ১ ছয়ে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ২৮ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ