আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং স্টাফ দলে শেন ওয়াটসনকে নিয়োগ দিতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। প্রধান কোচ রিকি পন্টিং সুপারিশ করেছেন ওয়াটসনের নাম। ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, মুস্তাফিজুর রহমানদের সহকারী কোচ হতে এখন কেবল চুক্তির আনুষ্ঠানিকতা বাকি অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।
৪০ বছর বয়সী কুইন্সল্যান্ডার দুইবার আইপিএল জিতেছেন রাজস্থান রয়্যালস (২০০৮) ও চেন্নাই সুপার কিংসের (২০১৮) সঙ্গে।
নতুন পরিকল্পনা নিয়ে এবারের আইপিএলে অংশ নিতে যাওয়া দিল্লি বোলিং কোচ হিসেবে জেমস হোপসকে রাখছে। একজন ফিল্ডিং কোচকেও নিযুক্ত করতে যাচ্ছে দলটি। যদিও কোনো প্রার্থীকে বাছাই করা হয়নি এখনো।
ওয়াটসনের পাশাপাশি আরেকজন সহকারী কোচ হিসেবে অজিত আগারকারও দিল্লিতে যোগ দিতে যাচ্ছেন বলে গুঞ্জন। যদিও ক্লাবটি এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলেনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ