অজিত আগারকারের পর এবার শেন ওয়াটসন। আসন্ন আইপিএল মাঠে গড়ানোর আগে নিজেদের কোচিং টিমকে আরও তারকাখচিত করতে চলেছে দিল্লি ক্যাপিটালস।
টিম ইন্ডিয়ার সাবেক পেসার আগারকার ছাড়াও দিল্লির সহকারী কোচ নিযুক্ত হতে চলেছেন ওয়াটসন-এমনটাই খবর ক্রিকবাজের। সুতরাং, দিল্লির অস্ট্রেলিয়ান হেড কোচ রিকি পন্টিংয়ের অধীনে কাজ করবেন আরও এক সাবেক অজি তারকা।
৪০ বছর বয়সী ওয়াটসন আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৩৮৭৪ রান ছাড়াও আইপিএলে ৯২টি উইকেট রয়েছে তার।
২০০৮ সালে রাজস্থান রয়্যালস ও ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে মোট দু'বার ইন্ডিয়ান প্রিমিয়র লিগ জিতেছেন তিনি। শেষবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে মাঠে নামেন ওয়াটসন। ২০২০ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেন এই অজি তারকা।
উল্লেখ্য, মোহাম্মদ কাইফ ও অজয় রাতরার সঙ্গে চুক্তি ছিন্ন করার পরেই দিল্লি হাত বাড়ায় আগারকার ও ওয়াটসনের দিকে। কাইফ ও রাতরা দু'জনেই সহকারী কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন। কাইফ ২০১৯ থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত ছিলেন। রাতরা একটি (২০২১) মৌসুমে কাজ করেন দিল্লির হয়ে। দু'জনের সঙ্গেই চুক্তি নবীকরণ করেনি ক্যাপিটলস।
আগারকার ও ওয়াটসন যোগ দিলে দিল্লির কোচিং টিম দাঁড়াবে এইরকম:-
হেড কোচ: রিকি পন্টিং।
সহকারী কোচ: অজিত আগরকর।
সহকারী কোচ: শেন ওয়াটসন।
ব্যাটিং কোচ: প্রবীণ আমরে।
বোলিং কোচ: জেমস হোপস।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন