ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কোনোভাবেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হতে পারে না।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২৮ মে সেন্ট পিটার্সবার্গের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ট্রুসের দাবি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রুখতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-উয়েফার উচিত ভেন্যু পাল্টানো।
ট্রুস বলেন, ‘এটা খুবই ভুল সিদ্ধান্ত। এই মুহূর্তে রাশিয়া এমন বৈশ্বিক আসর আয়োজনের অধিকার রাখে না।’
ইংলিশ ক্লাবগুলো ফাইনালে পৌঁছালে, তাদের উচিৎ হবে রাশিয়াকে বয়কট করা। তিনি বলেন, ‘যদিও এটা ক্লাবের ব্যক্তিগত বিষয়, তারপরও আমি খেলোয়াড় হলে কোনোভাবেই সেখানে খেলতাম না।’
বিবিসির খবর বলছে উয়েফাও ভেন্যু বদলের বিষয়টি ভাবনায় রেখেছে। তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল