বাজেভাবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেন, অঙ্গভঙ্গিও ছিলো আপত্তিকর। লাল কার্ড দেখে মনে হচ্ছিলো, আসছে বড় নিষেধাজ্ঞা। তবে কপাল ভালো ইতালিয়ান ফুটবল ক্লাব রোমার কোচ জোসে মরিনিয়োর। পেলেন মাত্র দুই ম্যাচের নিষেধাজ্ঞা।
ইতালির ফুটবল লিগ সিরি আ’য় গত শনিবার ভেরোনার বিপক্ষে কোভিড আর চোট বিপর্যস্ত রোমা ২-০ গোলে পিছিয়ে পড়ে। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি। পুরো ম্যাচেই রেফারি লুকা পাইরেত্তোর সাথে বেশ কয়েকবার বাকবিতণ্ডায় জড়ান মরিনিয়ো।
ম্যাচর শেষ দিকে মাথা ঠিক রাখতে পারেননি একদম, মেজাজ হারিয়ে শেষ বাঁশি বাজার আগে লাথি মেরে বল পাঠান গ্যালারিতে। রেফারি বিষয়টা ভালোভাবে নেননি, সাথে সাথে লাল কার্ড দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়। রাতেই তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
বিডি প্রতিদিন/নাজমুল