ভারতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনেই আশঙ্কার কথাটা বলেছিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে থেকেই বছরের শেষে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ভারত।
রোহিত স্পষ্ট ভাবেই বলেছিলেন, সিনিয়র-জুনিয়র মিলিয়ে ক্রিকেটারদের একটা বড় দল তৈরি করতে চান তাঁরা। কারণ একটাই লম্বা সময় বায়ো বাবলে ক্রিকেট খেলতে খেলতে চোট আঘাত সমস্যা সামনে আসবে। সতর্ক ভাবেই তাই এগুতে হবে তাদের। রোহিতের কথা খাটতে শুরু করেছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ শুরুর আগেই ধাক্কা ভারতীয় দলে। চোট কাটিয়ে রবীন্দ্র জাদেজা ফিরেছেন। বিশ্রামের পর সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে যাশপ্রীত বুমরা ফিরেছেন। কিন্তু নতুন করে চোটের জন্য ছিটকে গেলেন দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সূর্যকুমার যাদব ও দীপক চাহার। ধাক্কা হজম করতে হচ্ছে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই। ১৮ জনের দল কমে দাঁড়িয়েছে ১৬ জনে।
হাতে হেয়ারলাইন ফ্যাকচার। যে কারণে তিন ম্যাচের টি-২০ সিরিজে নেই ভারতীয় দলের নতুন তারকা সূর্যকুমার যাদব। খুব গুরুতর চোট নয়, কিন্তু কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত খেলা সূর্যকে বাইরে রেখেই শ্রীলঙ্কার চ্যালেঞ্জ সামলাতে মাঠে নামবে রোহিতের টিম ইন্ডিয়া।
ব্যাটিং বিভাগে এই ধাক্কার পর আবার বোলিং বিভাগেও ধাক্কা। ভারতীয় সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার দীপক চাহারের চোট। তিনিও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামতে পারবেন না। ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান দীপক। এরপর আর মাঠে নামেননি তিনি। তার ক্ষেত্রেও কোনও ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। দুই ক্রিকেটারকেই পাঠানো হচ্ছে বেঙ্গালুরুর ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ১৮ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার। দ্বিতীয় ম্যাচে যদিও তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৮ রান। তৃতীয় ও শেষ ম্যাচে আবার জ্বলে উঠেছিল সূর্যকুমারের ব্যাট। ৩১ বলে ৬৫ রান করেছিলেন সূর্য।
অন্যদিকে প্রথম টি-২০ ম্যাচে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন দীপক চাহার। দ্বিতীয় ম্যাচে ৪০ রান খরচ করেও কোনও উইকেট পাননি দীপক। তৃতীয় ম্যাচে চোটের জন্য মাঠ থেকে উঠে যাওয়ার আগে ১ ওভার ৫ বল হাত ঘুড়িয়েছিলেন দীপক চাহার। ১৫ রান খরচ করে ২টি উইকেট তুলেছিলেন দীপক।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ লক্ষ্ণৌতে। এরপর ২৬ ও ২৭ তারিখ ধর্মশালায় দুইটি ম্যাচ। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা শিবিরেও ধাক্কা। কোভিডের পর এখনও ম্যাচের জন্য ফিট হয়ে উঠতে পারেননি লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইপিএল ইতিহাসে সব থেকে দামি শ্রীলঙ্কান ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে লঙ্কা ব্রিগেডকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ