বিপিএলে তামিম ইকবাল ছিলেন সুপার ফর্মে, দল আগেভাগেই বাদ পড়াতে তামিম খেলতে পেরেছিলে মাত্র ৯ ম্যাচ। ঝুলিতে ছিলো এক সেঞ্চুরি, চার হাফ সেঞ্চুরি। মোট রান ৪০৭। গড় ৫৮.১৪, স্টাইকরেট ১৩২.৫৮। সবমিলিয়ে ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা ছিলো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ কিছুই করবেন টি-টোয়েন্টি থেকে ছয় মাস ছুটি নেয়া তামিম ইকবাল।
তবে সিরিজের প্রথম ম্যাচেই আশায় গুঁড়েবালি। ঘরের মাঠ সাগরিকায় মিস্টার খানের ব্যাট হাসেনি। ৮ বলে মাত্র ৮ রান করে আউট হয়েছেন এই ড্যাশিং ওপেনার। ওপেনিংয়ে ধাক্কা খাওয়া দলটাও তাই ধুঁকছে।
যদিও সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সুপার ফর্মের তামিম বলেছিলেন, হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না তিনি। ম্যাচ বাই ম্যাচ আগাতে চান।
এই সিরিজ জিতলেই ইংল্যান্ডকে টপকে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে যাবে তামিমের দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশকে সুপার লিগের আট নম্বর অবস্থানের মধ্যে থাকতে হবে। না হয় খেলতে হবে বাছাই পর্বে। প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারা মিস্টার খান পারবেন তো ফর্মে ফিরে আফগান বধ করে সিরিজ জয় করতে, পয়েন্ট টেবিলের টপে উঠতে? প্রশ্নের উত্তরটা মেলাবে সময়...
বিডি প্রতিদিন/নাজমুল