ধুঁকতে থাকা বাংলাদেশকে সামনে থেকেই টানলেন একা হাতে, ম্যাচেও ফেরালেন তিনি। মেধাবী আর স্টাইলিশ ক্রিকেটারের তকমা গায়ে চাপিয়ে জাতীয় দলে জায়গা করে নেয়া আফিফ ঝলক দেখাতে পারছেন না নিয়মিত। তবে মাঝে মধ্যে জ্বলছেন, কালেভদ্রে গুরুত্বপূর্ণ ম্যাচে হালও ধরছেন। অনেক সমালোচনার পরও অনেকেই বলেন, আফিফ হোসেন ধ্রুব ধারাবাহিক হলে কাটতে পারে বাংলাদেশ ক্রিকেটের ফিনিশিং সংকট।
মেহেদী হাসান মিরাজও আফিফকে দিলেন যোগ্য সঙ্গ। মিরাজ-আফিফ দুজনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৭৯ বল খেলে আফিফ করেছেন ৫৭ রান। সমান সংখ্যক বল খেলে ৫৩ রান করেছেন মিরাজ। বাংলাদেশ ১৫৪/৬।
বিডি প্রতিদিন/নাজমুল