ওয়ানডেতে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের সেরা পার্টনারশিপের রেকর্ড গড়লেন আফিফ হোসেন ধ্রুব-মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০৬ বলে ১৫৩ রান করেছে এই জুটি।
এর আগে ইমরুল কায়েস-সাইফউদ্দিনের ১২৭ রানের জুটি ছিলো সপ্তম উইকেটের পার্টনারশিপে সর্বোচ্চ রানের অধিকারী। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২১৬ রানের টার্গেটে খেলতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তামিম ইকবালের দল। ডুবতে বসা টাইগার শিবিরের হাল ধরেন দুই অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ।
বিডি প্রতিদিন/নাজমুল