স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে টাইগাররা। ‘সাগরিকা’খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সফরকারী দল জড়ো করে ২১৫ রান। জবাবে ৪৫ রানে মধ্যে ৬ উইকেট হারালেও আফিফ হোসেন ও মেহেদি মিরাজ ব্যাট হাতে ১৭৪ রানের জুটি গড়ে দলকে ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দেন।
সপ্তম উইকেটের জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে সপ্তম উইকেটের জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সপ্তম উইকেটে ১২৭ রান করেন তারা। আজকের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭৮ রানের জুটি গড়ে আগের সেই রেকর্ড ভেঙে দিলেণ আফিফ-মিরাজ।
তবে আফিফ-মিরাজ দুইজনে ব্যাট হাতে আর মাত্র ৪টি রান করত পারলেই সপ্তম উইকেটের জুটিতে বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারতেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম উইকেটের জুটিতে সর্বোচ্চ ১৭৭ রান করেছিলেন ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যামে এ বিশ্বরেকর্ড গড়েছিলেন তারা। মেহেদি ও আফিফ দুইজন মিলে অপরাজিত ১৭৪ রানের জুটি গড়ে এখন সপ্তম উইকেটের জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন।
উল্লেখ্য, আফগানদের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪৬ রানে ৬টি উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটের জুটিতে অপরাজিত ১৭৪ রান করে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। মেহেদি ১২০ বলে ৮১ ও আফিফ ১১৫ বল খেলে ৯৩ রান করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ