সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে আপাতত সমীকরণ উল্টানোর পথে হাঁটছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এখন পরের ম্যাচ হারলেও অন্তত র্যাংকিংয়ে দশ নম্বর অবস্থানে নেমে যাওয়ার শঙ্কা নেই। সিরিজ ১-১ সমতায় শেষ হলেও আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান থাকবে ৯।
তবে শনিবার দ্বিতীয় ম্যাচটা জিততে পারলেও আফগানদের পেছনে ফেলে র্যাংকিংয়ের ৮ নম্বরে উঠে যাবে টিম টাইগার্স।
বর্তমানে বাংলাদেশের র্যাংকিংয়ের নবম স্থানে, রেটিং ২৩১। এক ধাপ এগিয়ে থাকা আফগানদের রেটিং ২৩২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায়, তাহলে বাংলাদেশ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উঠে আসবে। আফগানদের রেটিং হবে ২২৭। যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।
যদি সিরিজ ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও।
বিডি প্রতিদিন/নাজমুল