কাউকে কিছু না বলেই হঠাৎ ওপারের পথ ধরেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২-তেই ঝরে যাবেন ২২ গজ কাঁপানো এই ধ্রুবতারা অনেকের কাছেই সেটা অবিশ্বাস্য! এক কথায় শেন ওয়ার্নের এমন ‘সারপ্রাইজ ডেলিভারিতে’ অনেকেই চমকে গেছেন। হয়েছেন ভীষণ বেদনাহত। টুইটারসহ ক্রিকেটের মহারথীরা নানা মাধ্যমে শেন ওয়ার্নের জন্য শোক জানাচ্ছেন।
টুইটে শোয়েব আখতার লিখেছেন, ‘এই মাত্রই হৃদয় ভাঙা খবরটা শুনলাম। কতোটা কষ্ট পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও শোক জানিয়ে টুইটে বলেছেন, ‘আমার বন্ধু শেন ওয়ার্নের মৃত্যুর খবরে ভীষণ কষ্ট পেয়েছি। সে সবসময় যোগাযোগ রাখতো, সে ছিলো দারুণ হেল্পফুল।’
ভারতের ক্রিকেটার ইরফান পাঠান টুইটে লিখেছেন, ‘বল হাতে শেন ওয়ার্ন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক জাদুকর। তিনিই ছিলেন আইপিএলের প্রথম শিরোপা জয়ী ক্যাপ্টেন। সবাই তাকে মিস করবে, আজীবন মনে রাখবে।’
বিডি প্রতিদিন/নাজমুল