৫২ বছরেই তার অসীমের পানে চলে যাওয়া, তাও আবার নিজের দেশ থেকে হাজার মাইল দূরে থাইল্যান্ডে।
চারিদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে আগেই। শোক জানানো হচ্ছে নানা মাধ্যমে। তারপরও মৃত্যুর খতিয়ান বলে পরিবার পরিজনের খবরটা জানানোর কিংবা নিশ্চিত করার একটা দায় থাকে।
সেই দায় থেকে শেন ওয়ার্নের ভেরিফাইড ফেসবুক থেকে তার স্বজনদের কেউ অথবা তাদের নির্দেশেই হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা ছোটো বার্তায় শেন ওয়ার্নের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সাথে ছোটো করে জুড়ে দিয়েছে মৃত্যুর কারণটাও।
যে পোস্টে বলা হয় ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি আজ শুক্রবার শেন কেইথ ওয়ার্ন থাইল্যান্ডের কোহ সামুইতে (সন্দেহজনক) হার্ট অ্যাটাকে মারা গেছেন। শেন ওয়ার্নকে তার বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়, মেডিকেল স্টাফরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে তিনি আর জীবনে ফেরেননি।’
বিডি প্রতিদিন/নাজমুল