তার এমন চলে যাওয়ায় যেনো ঝরা পাতার শোক জেঁকে বসেছে বল-ব্যাট, বাইশ গজ আর ক্রিকেট তল্লাটের এপাড়া-ওপাড়ায়। শেন ওয়ার্নের প্রয়াণে বাংলার ক্রিকেটের হৃদয়েও শুরু হয়েছে রক্তক্ষরণ, চিনচিনে মিহি ব্যথায় চনমনে সাকিব মোস্তাফিজ আর তামিমরাও স্তব্ধ বনে গেছেন এক মুহূর্তেই। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকও হতবাক।
সাকিব ফেসবুকে লিখেছেন, ‘ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন।’
অল্প কথায় তামিম ইকবাল লিখেছেন, ‘একজন কিংবদন্তির প্রয়াণ। শেন ওয়ার্ন সর্বকালের সেরা বোলার ছিলেন।’
মুশফিকুর রহিমও অল্প কথা বলে দিয়েছেন অনেক কিছু, ‘খবরটায় ভীষণ কষ্ট পেলাম। বিদায় কিংবদন্তি। খুব দ্রুতই চলে গেলেন।’
স্বল্পভাষী মোস্তাফিজের শোকের ভাষাও অতো দীর্ঘ নয়। ছোটে করেই বলেছেন, ‘এমন দুঃখের খবরে আমি নির্বাক। কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছি না।’
বিডি প্রতিদিন/নাজমুল