প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দাপুটে ক্রিকেট খেলে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং করেছেন ছন্দে ফেরা লিটন দাস। খেলেছেন নান্দনিক এক ইনিংস। বল হাতে বিধ্বংসী বোলিং করেছেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। তিন টাইগার বোলারের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারী আফগান ব্যাটারদের নাভিশ্বাস উঠেছে ব্যাটিংয়ে।
আজ জিতলে আফগানিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে আসবে। আইসিসির সবশেষ আপডেট অনুযায়ী, টি-২০ ফরম্যাটে ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশ নয়ে। রেটিং পয়েন্ট ২৩১। চলতি আজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৩২। উঠে যাবে ৮ নম্বরে। ২ পয়েন্ট হারিয়ে আফগানিস্তানের রেটিং পয়েন্ট হবে ২৩০। তবে ২৩০ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের হিসাবে ১০ নম্বরে নেমে যাবে আফগানিস্তান এবং নয়ে উঠে যাবে শ্রীলঙ্কা।
এদিকে, আজ সুস্থ হয়ে মাঠে ফিরছেন মুশফিকুর রহিম। যদি মাঠে নামেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, তাহলে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার মাইলফলক গড়বেন। টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১১৪টি। রান করেছেন ১৯৮১। মাত্র ১৯ রান করলেই টাইগারদের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক গড়বেন টাইগার অধিনায়ক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ