কাউকে কিছু না বলেই হঠাৎ ওপারের পথ ধরেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২-তেই ঝরে যাবেন ২২ গজ কাঁপানো এই ধ্রুবতারা অনেকের কাছেই সেটা অবিশ্বাস্য! থাইল্যান্ডে তার নিজ বাংলোয় এমন অকাল মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেখানকার পুলিশ জানাচ্ছে, তার বন্ধুরা ২০ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে সফলতা মেলেনি। সেই বন্ধুরাই জানালেন, মৃত্যুর আগ মুহূর্তেও ক্রিকেটই দেখছিলেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি।
থাইল্যান্ডে নিজ বাংলোয় শেন ওয়ার্ন আর তার দুই বন্ধু ছিলেন গত শুক্রবার রাতে। সবাই মিলে রাতের খাবার খাওয়ার কথা ছিল। তবে সেই ডিনারে ওয়ার্ন পৌঁছাননি। তখন এক বন্ধু তার রুমে চলে যান।
গিয়ে দেখেন ওয়ার্নের অবস্থা ভালো নয়। ডাকা হয় অ্যাম্বুলেন্স, মুখে অক্সিজেন দেওয়ার চেষ্টাও হয়েছে। তবে সে প্রাথমিক চিকিৎসায় ওয়ার্ন সাড়া দিচ্ছিলেন না। পরে এক জরুরী মেডিক্যাল দল আসে ওয়ার্নের বাংলোয়, তারা ১০-২০ মিনিট ধরে সিপিআর দেয়, তবে তাতে কোনো পার্থক্য দেখা যাচ্ছিল না। পরে একটি অ্যাম্বুলেন্স এসে তাকে নিয়ে যায় হাসপাতালে। এখানেও সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওয়ার্ন এরপর চলে যান না ফেরার দেশে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ