বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। বিগত ১২ দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
চলমান এই অবস্থায় বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ খেলার মতো অবস্থাতে নেই ইউক্রেন। তাই স্কটল্যান্ড-ইউক্রেনের প্লে-অফ সেমিফাইনালটি স্থগিত করা হয়েছে।
ফিফা এক বিবৃতিতে জানায়, ‘ফিফা এটা নিশ্চিত করছে, ইউক্রেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা একটা অনুরোধ গ্রহণ করেছি। যাতে মার্চ থেকে তাদের নির্ধারিত ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়।’
অবশ্য ফিফার কাছে ইউক্রেনই অনুরোধ করেছিল, যেন ম্যাচটা পিছিয়ে নেওয়া হয়। ২৪ মার্চ ম্যাচটি হওয়ার কথা ছিল স্কটল্যান্ডের হ্যাম্পডন পার্কে। এই ম্যাচ জয়ীর আবার মুখোমুখি হওয়ার কথা ওয়েলস অথবা অস্ট্রিয়ার। যাদের আরেক প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এখন প্লে ফাইনালটিও পিছিয়ে যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ