চলতি মৌসুমে দুই বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। মূলত বার্সেলোনার অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে তাকে ছাড়তে হয়। পিএসজিতে যাওয়ার পর খুব একটা আনন্দে দেখা যাচ্ছে না মেসিকে। তবে মেসিকে ফেরার ব্যাপারটি বার্সার বিবেচনাতেও নেই, এমনটিই জানালেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
আরএসি ওয়ানকে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে কোনো ধরনের যোগাযোগ হয়নি। আমি তার সঙ্গে কথাও বলিনি। এখানে কোনো ব্যক্তিগত যোগাযোগ হয়নি। সে প্যারিসে আছে। কিন্তু আমি তাকে এখনও স্নেহের সঙ্গে মনে রেখেছি। আমি জানি কী বলা হচ্ছে কিন্তু তার সঙ্গে কথা হয়নি।’
‘আমার কাছের মানুষদের মন্তব্যও শুনেছি আমি। মেসি বা তার আশেপাশের কারো কাছ থেকে ফেরার ব্যাপারে কোনো বার্তা পাইনি। সত্যিটা হচ্ছে এই মুহূর্তে আমরা এমন কিছু বিবেচনার মধ্যেও রাখছি না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ