চলতি বছরের নভেম্বর মাস থেকে অনুষ্ঠিত হতে চলা কাতার বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করেছে ফিফা। দোহাতে আয়োজিত ২০২২ বিশ্বকাপ ড্র’য়ের অনুষ্ঠানে ম্যাসকটকে প্রকাশ্যে আনা হয়। ম্যাসকটের নাম রাখা হয়েছে লা’ইব। আরবি ভাষায় যার অর্থ ‘অত্যন্ত দক্ষ খেলোয়াড়’ বা বিশেষ দক্ষতা সম্পন্ন খেলোয়াড়। আয়োজকদের বক্তব্য অনুযায়ী কাতার বিশ্বকাপের ম্যাসকট লা’ইব নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস করতে শেখায়।
আয়োজকদের পক্ষ থেকে কমিউনিকেশন ও টুর্নামেন্ট এক্সপেরিয়েন্স কমিটির ডেপুটি সেক্রেটারি খালিদ আলি আল মাওলালোয়াই বলেন, “মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে অনুষ্ঠিত হতে চলা প্রথম ফুটবল বিশ্বকাপের ম্যাসকট হিসেবে লা’ইবের নাম প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। লা’ইব একটি সমান্তরাল ম্যাসকটভার্সের বাসিন্দা। ম্যাসকটভার্স এমন একটা দুনিয়া যা বর্ণনা করা যায় না। আমরা সবাইকে কল্পনার দুনিয়ায় পাড়ি দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ