ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। নিজেদের প্রথম ইনিংসে একে একে সাত ব্যাটসম্যান বিদায় নিলেও প্রোটিয়াদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে দুর্দান্ত সেঞ্চুরি করলে জয়।
প্রায় ৬ ঘণ্টা ও ৪৫ মিনিট ক্রিজে থেকে ২৬৯ বলে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই ২১ বছর বয়সী প্রথম, যিনি সেঞ্চুরির দেখা পেলেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছেন বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১১১ রানে পিছিয়ে টাইগাররা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন