পাকিস্তানের অন্যতম তারকা ক্রিকেটার বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জেতান তরুণ এই ব্যাটসম্যান। টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ১৬তম শতক।
শনিবার তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। এদিন ১০৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটে ভর করে সহজেই তৃতীয় ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান।
এর আগে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারায় পাকিস্তান। সে ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানি এই অধিনায়ক। ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১১৫ রানে হারলেও বাবর করেছিলেন ৬৭ রান।
বিডি প্রতিদিন/এমআই