স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে সেলতা ভিগো ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন করিম বেনজিমা। কোভিড পজিটিভ হওয়ায় এ ম্যাচে ডাগ আউটে ছিলেন না রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।
সেল্টা ভিগোর মাঠে রিয়াল মাদ্রিদ ডাগআউটে ছিলেন না লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি। করোনা আক্রান্ত কোচের অবর্তমানে দলের দায়িত্ব পালন করেন ডেভিড আনচেলত্তি। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের উপর বেশ চড়াও হয়েছিল সেল্টা। তবে রিয়াল মাদ্রিদকে উল্টা পেনাল্টি এনে দেন মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও। তাকে নিজেদের ডিবক্সে ফেলে দেন সেল্টার নলিতো। সেই পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন করিম বেনজেমা।
টানা আক্রমণের ফল পায় সেলতা দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে প্রতিআক্রমণে অপ্রস্তুত রিয়াল মাদ্রিদের জালে গোল দিয়ে বসে সেল্টা। জাভি গালানের ক্রস মাদ্রিদের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে খুঁজে নেয় নলিতোকে। থিবো কোর্তোয়াকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি।
এর ঠিক ১০ মিনিট পর আবার গোলের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। এবার রদ্রিগোকে ডিবক্সে টেনে ফেলে দেন মুরিলো। পেনাল্টি থেকে গোল করা বেনজেমা এই শটটিও নেন। কিন্তু এবার গোল করতে ব্যর্থ হন এই ফ্রেঞ্চম্যান। ডান দিকে ঝাপিয়ে পড়ে সেল্টা গোলরক্ষক মাতিয়াস দিতুরো ঠেকিয়ে দিয়েছেন বেনজেমার শট।
রিয়াল মাদ্রিদ আবার পেনাল্টি পায় তিন মিনিট বাদেই। এবার পেনাল্টি এনে দেন রিয়াল মাদ্রিদের আরেক ফ্রেঞ্চ তারকা ফারল্যান্দ মেন্দি। বাঁ প্রান্তে ফারলাঁ মেন্দিকে ফেলে দিলে তৃতীয় বারের মতো পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার আর গোল করতে ভুল করেননি বেনজেমা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ