ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে দুর্দান্ত সেঞ্চুরি করলেন তিনি। ২৬৯ বলে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়। শেষ পর্যন্ত ১৩৭ রান করে আউট হন তিনি।
জয়ের এমোণ ধৈর্যশীল ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ ব্যাটিং কোচ জেমি সিডন্স। বাংলাদেশি ব্যাটসম্যানদের দুই প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই অস্ট্রেলীয় কোচের। মাহমুদুলের মতো নিশ্ছিদ্র ব্যাটসম্যান নাকি তিনি বাংলাদেশ ক্রিকেটে খুব কমই দেখেছেন। একই রকম কথা শোনা গেল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছ থেকেও। জাতীয় দলের অন্যতম নির্বাচক ডারবানের কিংসমিডে বসে জয়ের ইনিংস দেখে মুগ্ধ।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জয়ের ইনিংসটিকে অনেক উচ্চ প্রশংসায় ভাসিয়েছেন। তার চোখে এটা বাংলাদেশের ব্যাটারদের অন্যতম সেরা টেস্ট ইনিংস। তিনি বলেন, বাংলাদেশের ব্যাটারদের খেলা আমার দেখা অন্যতম সেরা একটি টেস্ট ইনিংস। এটা হলো এক আদর্শ ও যথার্থ টেস্ট ইনিংস। সবচেয়ে বড় কথা পরিবেশ ও পরিস্থিতি ছিল পুরোপুরি প্রতিকুল। দল ধুঁকছে। এ প্রান্তে কিছুক্ষণ পরপর উইকেট পড়েছে। এমন অবস্থায় জয় অবিচল আস্থায় একদিক আগলে রেখেছে হিমালয়ের দৃঢ়তায়।
তিনি আরও বলেন, ধৈর্য্য, সংযমের প্রতিমূর্তি জয় চাপের মুখে খেই না হারিয়ে দেখিয়েছে যথার্থ টেস্ট ইনিংস কিভাবে খেলতে হয়। কোনরকম তাড়াহুড়ো করেনি। ঠান্ডা মাথায় একদিক আগলে রাখার কাজটি করেছে। পরিস্থিতি ভাল ছিল না। অন্য প্রান্তে সে অর্থে তেমন সাপোর্ট মেলেনি। কিন্তু জয় একাই দায়িত্ব নিয়ে ঠিক নিজের কর্তব্য পালন করেছে। সব চাপ সামলে নিয়ে খেলেছে। দক্ষিণ আফ্রিকার উইকেট, ম্যাচ কন্ডিশন আর সবকিছু বিচার বিবেচনায় আমার চোখে এটাই বাংলাদেশের অন্যতম সেরা ও সত্যিকার টেস্ট ইনিংস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ