ডারবান টেস্টে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৭৪ রান। জিততে পারলে এটিই হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জেতা।
তবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। প্রোটিয়া বোলিং তোপে
শুরুতেই বিদায় নেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। ৩ উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করে চতুর্থ দিন পার করে বাংলাদেশ।
আলোক-স্বল্পতার কারণে চতুর্থ দিন তাড়াতাড়ি শেষ হওয়ার কারণে পঞ্চম দিনে স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে ম্যাচ। এদিন জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৬৩ রান। অপরদিকে ৭ উইকেট তুলে নিলেই জয়ের দেখা পাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারান সাদমান ইসলাম। শূন্য রানে তার বিদায়ের পর কেশভ মহারাজের বলে বোল্ড হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। ৯ বলে ৪ রান করে বিদায় নেন তিনি। একই ওভারে মুমিনুল হককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন মহারাজ। ৪ বলে ২ রান করে বিদায় নেন বাংলাদেশের অধিনায়ক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন