দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন চোটের কারণে ডারবান টেস্টে না খেলা তরুণ পেসার শরীফুল ইসলাম।
অন্যদিকে, ডারবানে প্রথম টেস্ট খেললেও পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। কাঁধের ইনজুরির কারণে দেশে ফিরে আসবেন তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, ৫ এপ্রিল বাঁহাতি পেসার শরীফুল ইসলাম দেশে ফিরছেন।
তিনি বলেন, 'শরীফুল ৫ তারিখ ফিরবে এটা নিশ্চিত। তাসকিনের পরিস্থিতি বুঝে তাকেও ফেরানো হতে পারে। (দ্বিতীয় টেস্টে) তার না খেলার সম্ভাবনাই বেশি। '
তরুণ পেসার শরীফুল অনুশীলনে বাম পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন।
পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তাসকিন ও শরীফুলের।
তাসকিন ডারবান টেস্টের প্রথম দিন থেকেই কাঁধে ব্যথা অনুভব করছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২৩ ওভার বল করে ৬৯ রানে কোনো উইকেট পাননি তাসকিন, গতিও কমে এসেছিল। দ্বিতীয় ইনিংসে তার বল করার কথা না থাকলেও তিনি আজ মাঠে ফিরেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন