যুক্তরাষ্ট্র থেকে ফিরেই করোনা টেস্টে পজিটিভ ফল আসে সাকিব আল হাসানের। এতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চয়তায় পড়ে। তবে বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তার। যে কারণে সাকিব প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, এ নিয়েই এখন চলছে আলোচনা।
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানে করে চট্টগ্রামে পৌঁছেছেন তিনি।
টিম ম্যানেজার নাফিস ইকবাল খান এ খবর নিশ্চিত করেন জানান, বিমানবন্দর থেকে সোজা টিমে হোটেলে দলের সঙ্গে যোগ দেন সাকিব।
তবে চট্টগ্রামে গেলেও সাকিব প্রথম টেস্টে খেলবেন কি না, সেই নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সাকিবের ফিটনেস পরীক্ষা করতে হবে। তাকে আগামীকাল (শনিবার) আমরা দেখব। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ