২০ মে, ২০২২ ১৩:০৪

মেজাজ হারিয়ে ড্রেসিং রুমে ওয়েডের তাণ্ডব

অনলাইন ডেস্ক

মেজাজ হারিয়ে ড্রেসিং রুমে ওয়েডের তাণ্ডব

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নামেন গুজরাট টাইটান্সের ম্যাথু ওয়েড। গ্লেন ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লিউ আউট হন তিনি, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে রিভিউ নেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

রিভিউতে দেখা যায়, বল ওয়েডের ব্যাট অতিক্রম করার সময় হালকা স্পর্শ করেছে। ধারাভাষ্যে থাকা ম্যাথু হেইডেন, গ্রায়েম স্মিথ ও সিমন ডউলও বলছিলেন, ওয়েডের ব্যাটে লেগেছে বল। আল্ট্রা এজেও এমনটা দেখা গেছে। কিন্তু টিভি আম্পায়ার অনফিল্ড সিদ্ধান্ত বহাল রাখেন।

প্রযুক্তিও ওয়েডের পক্ষে রায় দিতে না পারায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন। ড্রেসিংরুমে পৌঁছেই ব্যাট ও হেলমেট ছুড়ে ফেলেন। তাতেই ম্যাচ রেফারি তিরস্কার জানান তাকে।

ম্যাচ শেষে নিজের অপরাধ স্বীকার করেছেন ওয়েড এবং তিরস্কার মেনে নিয়েছেন। আইপিএল এক বিবৃতিতে জানায়, আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী এটি ছিল লেভেল ১ পর্যায়ের অপরাধ।
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর