চলতি আইপিএলের ৬৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা টস জিতে ঋষভ পন্থদের ব্যাট করতে পাঠান। প্রথমে ব্যাট করে দিল্লি সাত উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে।
এদিন দারুণ বোলিং করেন মুম্বাইয়ের পেসার জসপ্রীত বুমরাহ। বুমরা চার ওভার বল করে ২৫ রানের বদলে তুলে নেন তিন উইকেট। দিল্লির বিরুদ্ধেই আইপিএলে অনন্য রেকর্ড করে ফেললেন তিনি।
শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার পর বুমরাহ আইপিএলের দ্বিতীয় বোলার হিসেবে টানা সাত মৌসুমে ১৫-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। বুমরাহ তার কেরিয়ারের ১০ নম্বর আইপিএল খেলছেন।
২০১৩ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করেন বুমরাহ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। বিচিত্র অ্যাকশন ও পেসের সঙ্গেই বুমরা লাইমলাইটে এসেছিলেন অভিষেক ম্যাচে বিরাট কোহলির উইকেট নিয়ে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। আজ তিনি দেশের জার্সিতে তিন ফরম্যাটেই অবিচ্ছেদ্য অঙ্গ।
বিডি প্রতিদিন/এমআই