২৬ মে, ২০২২ ১৪:০২

চাপে টাইগাররা; ম্যাথুজের পর দিনেশ চান্দিমালের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

চাপে টাইগাররা; ম্যাথুজের পর দিনেশ চান্দিমালের সেঞ্চুরি

অ্যাঞ্জেলো ম্যাথুজের পর সেঞ্চুরির দেখা পেলেন দিনেশ চান্দিমাল। ইবাদত হোসেনের প্রথম দুই বলে টানা চার মারার পর চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেন তিনি।

এর আগে, ক্যারিয়ারে তৃতীয়বার ব্যাক টু ব্যাক ম্যাচে সেঞ্চুরি করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে ২৭৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন নেন এই লঙ্কান তারকা। চট্টগ্রামের পর ঢাকাতেও সেঞ্চুরি পেলেন ম্যাথুজ। 

তবে এবার সেঞ্চুরি পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। চট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছিলেন ১৮৩ বলে। এবার ২৭৪ বলে। সব মিলিয়ে ৪৩৫ মিনিট ক্রিজে থেকে সেঞ্চুরি পেয়েছেন। 

এদিকে, এরইমধ্যে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে লিড নিয়ে শ্রীলঙ্কার দলীয় রানও চারশ পেরিয়েছে। লিড ৫৬ রানের। 

এর আগে, ৮৩ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল তারা। কোনো বিপদ ছাড়াই শ্রীলঙ্কা বাংলাদেশের রান টপকে গেছে। স্বাগতিক বোলার এই সেশনে তেমন ভালো বোলিং করতে পারেননি। উইকেট নেওয়া কিংবা চাপে ফেলার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারেননি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর