প্যারিসে এখন সময় রাত নয়টা ২৬ মিনিট। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার ফাইনালটা শুরু হওয়ার কথা ছিল ৯টায়। কিন্তু বিপত্তি বেধেছে দর্শকদের প্রবেশের পথে।
ডেইলি মেইল জানাচ্ছে, মাঠের ঠিক বাইরে, গ্যালারিতে ঢোকার রাস্তায় লেগে গেছে বিশৃঙ্খলা। সে কারণে ফাইনালটা পিছিয়ে দিতে হয়েছে কর্তৃপক্ষকে। তবে অপেক্ষাটা খুব বেশিক্ষণ করতে হবে না। আয়োজকরা জানিয়েছেন, ১৫ মিনিট পর সিদ্ধান্ত জানাবেন।
উয়েফার বিবৃতিতে প্রথমে সমর্থকদের মাঠে ঢোকায় দেরির কথা বলা হলেও পরে বিবৃতি বদলে লেখা হয়েছে, ‘নিরাপত্তাজনিত কারণে’ ম্যাচ শুরু হতে দেরি হবে।
সর্বশেষ খবর অনুযায়ী, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে!
বিডিপ্রতিদিন/কবিরুল