নির্ধারিত সময়ের ৩৮ মিনিট পর অবশেষে রেফারির বাঁশি স্তাদ দো ফ্রান্সে। শুরু হয় রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনাল।
উয়েফার দিক থেকে প্রথমে সমর্থকদের মাঠে ঢুকতে দেরি হওয়াকে কারণ হিসেবে দেখানো হলেও পরে জানানো হয় নিরাপত্তাজনিত কারণেই ম্যাচ শুরু হতে দেরি হয়েছে।
প্যারিসে ফাইনালের প্রথমার্ধে লিভারপুল দাপট দেখিয়েই খেলেছে। সেই হিসেবে বলতে গেলে পাত্তাই পায়নি রিয়াল। তবে একটি গোল পেয়ে যাচ্ছিল তারা।
বেনজেমা প্রথমার্ধের শেষদিকে জালে বল জড়িয়েছিলেন। তবে খানিকটা সময় নিয়ে রিপ্লে টেনে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
বিডিপ্রতিদিন/কবিরুল