১৪তম উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে আসা সমর্থকদের ঝামেলায় পড়ার বিষয়ে তদন্ত চেয়েছে লিভারপুল। ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
সমর্থকদের মাঠের বাইরের ঝামেলায় নির্ধারিত ৩০ মিনিটের বেশি সময় পর শুরু হয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। মাঠের বাইরে পুলিশ নিরাপত্তা দেয়াল টপকাতে চেষ্টারত সমর্থকদের উদ্দেশে টিয়ার গ্যাস ছেড়েছিল। অনেক সমর্থক অভিযোগ করেছে, নির্ধারিত সময়ে এসেও তারা স্টেডিয়ামে ঢুকতে পারেননি। লিভারপুল ‘অগ্রহণযোগ্য এ ঘটনায়’ তদন্তের দাবি জানিয়েছে।
একটি বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, ফরাসি ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশ এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে লিভারপুল সমর্থকরা যে ঝামেলায় পড়েছে তা নিয়ে আমরা হতাশ। গতকাল শনিবার রাতে ইউরোপ ফুটবলের সেরা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সমর্থকদের এমন আচরণের শিকার হওয়া মোটেই উচিত হয়নি। আমরা এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা