রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭ বালিকা) উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. আবু কায়সার খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় রাজবাড়ী পৌরসভা বালক একাদশ বনাম বালিয়াকান্দি বালক একাদশ এবং পাংশা বালিকা একাদশ বনাম বালিয়াকান্দি ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হেদায়েত আলী সোহরাপ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলাম দুলাল, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা