আইপিএল পঞ্চদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ও নবাগত দল গুজরাট টাইটান্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের কাপ্তান সাঞ্জু স্যামসন।
প্রথম ৬ ওভার শেষে রাজস্থানের রান ১ উইকেটের বিনিময়ে ৪৪। ক্রিজে রয়েছেন জস বাটলার ও সঞ্জু স্যামসন।
রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।
শিরোপার লড়াইয়ে গুজরাটের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। লোকি ফার্গুসনের পরিবর্তে দলে এসেছেন আলজারি যোসেফ। অন্যদিকে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে যাওয়া রাজস্থান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠ নামবে।
রাজস্থান রয়্যালস : জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদূত পাডিক্কল, শিমরন হেটমায়ার, রায়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধা কৃষ্ণা, ওবেদ ম্যাককয়ে ও যুজবেন্দ্র চাহাল।
গুজরাট টাইটান্স : শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লুকি ফার্গুনসন, মোহাম্মদ শামি ও যশ ডোয়াল।
বিডি প্রতিদিন/আরাফাত