চলতি ফরাসি ওপেনের শুরু থেকেই ছন্দে ছিলেন নোভাক জোকোভিচ। সেই ধারা বজায় রেখে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন জোকার। যদি ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ রাউন্ডে তিনি জিতে যান, তাহলে রাফায়েল নাদালের সঙ্গে তার লড়াই হওয়া শুধু সময়ের অপেক্ষা।
রবিবার (২৯ মে) আর্জেন্টিনার ডিয়াগো শোয়ার্তজম্যানকে ৬-১, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। রজার ফেদেরারকে টপকে এবার তিনিও ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাদালকে ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন। চারটি রাউন্ড খেলে ফেলেছেন জোকোভিচ। তবে এখনও পর্যন্ত এবারের এই ফরাসি ওপেনে একটিও সেট হারাননি জোকোভিচ। প্রতিটি ম্যাচেই সরাসরি সেটে জিতেছেন তিনি।
এখনও পর্যন্ত ফরাসি ওপেনে ৯ বার নাদালের সঙ্গে লাল মাটির কোর্টে লড়েছেন। গতবার সেমিফাইনালে খেলেছিলেন নাদালের বিরুদ্ধে। তাকে হারিয়ে খেতাব জিতেছিলেন। এবারও কি জোকারের লক্ষ্য পূরণ হবে? সেটা সময়ের অপেক্ষা। কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। কারণ নাদালের মুখোমুখি হওয়ার আগে নিজেকে যে ছন্দের শীর্ষে থাকতে হবে, সেটা ভালই জানেন জোকোভিচ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ