ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামিকে ‘সিতারা ই পাকিস্তান’ পুরস্কারে ভূষিত করেছে পাকিস্তান।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন স্যামি।
গত বছরের ১৪ আগস্ট স্যামিকে এই পুরস্কারের জন্য বেছে নেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ উর রেহমান আলভি। প্রায় সাড়ে ৯ মাস পর স্যামির হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে অবদানের জন্যই দেওয়া হয়েছে এই পুরস্কার।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য জোর চেষ্টা চালিয়ে গেছেন সামি। এ প্রচেষ্টায় বেশ সফলও তিনি। আর তার সেই কাজের স্বীকৃতি দিল পাকিস্তান।
এ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ড্যারেন সামি টুইট বার্তায় লিখেছেন, ‘ক্রিকেটের সুবাদে আমি দারুণ সব জায়গায় গিয়েছি। পাকিস্তান তার মধ্যে অন্যতম। সেখানে গেলে সবসময় মনে হয় বাড়িতেই আছি। সিতারা ই পাকিস্তান আমার জন্য অনেক বড় সম্মান। পাকিস্তান সরকার ও দেশের মানুষকে ধন্যবাদ।’
২০২০ সালের ফেব্রুয়ারিতে স্যামিকে নিজেদের নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান। নাগরিকত্ব পাওয়ার দিন আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাগরিক হিসেবে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই পাকিস্তান’ গ্রহণ করেন স্যামি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন