করোনা আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। সোমবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে আইসোলেশনে আছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। আগামী বৃহস্পতিবার শেষ হবে তার আইসোলেশন।
করোনা আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষের প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। করোনা থেকে সেরে ওঠার পর তাকে ফিটনেস পরীক্ষায় উতরে স্কোয়াডে জায়গা করে নিতে হবে।
অবশ্য আগে থেকেই ফিটনেস নিয়ে কিছুটা সমস্যার মধ্যে ছিলেন সাসেক্সের এই পেসার। এবার করোনা আক্রান্ত হওয়ায় নতুন সমস্যায় পড়লেন।
উল্লেখ্য, পিঠের সমস্যার কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি। কাউন্টিতেও শুরুতে সমস্যা হয়েছিল তার। প্রথমে দাঁতের সমস্যা। এরপর পেটের পীড়া। সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে থাকতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ