নতুন জার্নি শুরু করলেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বুধবার নিজেই জানালেন সে কথা। বিশ্বব্যাপী শিক্ষামূলক অ্যাপ চালু করলেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনসমক্ষে আনবেন বলেও তিনি ইঙ্গিত দিলেন।
যদিও এর আগে এদিন বিকালে তার এক টুইট বার্তায় জল্পনা ছড়ায় তবে কি তিনি রাজনীতিতে আসতে চলেছেন? টুইটে তিনি লিখেন ১৯৯২ সাল থেকে ক্রিকেটের জার্নি শুরু করেছিলাম, ২০২২ সালে তার ৩০ বছর হয়ে গেল। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এতদিন ধরে আপনারা আমাকে সমর্থন করে এসেছেন। আমি মনে করি, যারা আমার পাশে এতদিন ছিলেন, সমর্থন করেছেন তারাই আমাকে এই জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছেন। কিন্তু আজকে আমি নতুন কিছু ভাবছি, যাতে মানুষের কাজে আসতে পারে, মানুষকে সাহায্য করতে পারি। অনেক মানুষকে সাহায্য করতে পারি। আমি বিশ্বাস করি, এতদিন যেভাবে আপনারা আমাকে সাহায্য করেছেন আগামীতেও এভাবে সহযোগিতা করবেন।’
সৌরভের এই ইঙ্গিতপূর্ণ টুইট নিয়ে হৈচৈ পড়ে যায়। নতুন কী করতে চাইছেন সৌরভ? তা নিয়ে শুরু হয় তুমুল জল্পনা। তবে কি রাজনীতিতেই পাকাপাকিভাবে আসতে চলেছেন? এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে। এমনকি এও রটে যায় যে বিসিসিআই সভাপতির পদ ছাড়তে চলেছেন সৌরভ।
সম্প্রতি কলকাতা সফরে এসে সৌরভের বাড়িতে গিয়ে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই জল্পনা ছড়িয়েছিল, তবে কি রাজনীতিতে আসতে চলেছেন সৌরভ গাঙ্গুলী? কিন্তু এ ব্যাপারে সৌরভ নিজের মুখে কিছু না বললেও, কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী বলেছিলেন, সৌরভ রাজনীতিতে এলে ভালো কিছু করবেন।
পরে এদিন রাতে বেহালার অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ জানান, ‘আমি একটা এডুকেশন অ্যাপ লঞ্চ করছি। বিশ্বব্যাপী অ্যাপ। এটা আমার নিজস্ব ভেঞ্চার। ওই অ্যাপের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পরে বলব।’
টুইট প্রসঙ্গে সৌরভ জানান, এমন একটি সাধারণ পোস্ট কীভাবে ভাইরাল হলো তাতে আমি নিজেও অবাক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ