বাংলাদেশের ১১ নম্বর টেস্ট অধিনায়ক মুমিনুলের সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে এসেছে নতুন অধিনায়কত্বের বিষয়টি। নতুন অধিনায়কের তালিকায় সবার আগে নাম দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। রয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লিটন দাসও। তাহলে কে হচ্ছেন টাইগারদের ১২ নম্বর টেস্ট অধিনায়ক? বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভায় চূড়ান্ত হবে।
কিন্তু সাদা পোশাকে সাকিবের অনাগ্রহের খবরটা কে না জানে? কিন্তু ভিন্ন কথা বলছেন দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার দাবি, সাকিব বলেছেন, অন্য ফরম্যাটের চেয়ে টেস্ট ক্রিকেটই তিনি বেশি উপভোগ করেন।
বুধবার মিরপুরে খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিব সবসময়ই বলে ও টেস্ট খেলতে চায় এখন। জানি না, এই কথাটি কেন আসে যে সে টেস্ট খেলতে চায় না। সাকিবের সঙ্গে যতবার কথা বলি, ও তো বলে অন্য ফরম্যাটের চেয়ে টেস্ট বেশি উপভোগ করে। সাকিব যদি খেলতে চায়, যদি অধিনায়কত্ব নিতে চায়, আমার মনে হয় দায়িত্ব দিলে সাকিবেরও একটা পরিবর্তন হতে পারে হয়তো।’
তবে কথার সঙ্গে কাজের মিল খুব একটা নেই। সাকিব নিষেধাজ্ঞা থেকে ফেরার পর টেস্ট খেলেছেন পাঁচটি, দেশের বাইরে খেলেননি একটিও। তাইতো শ্রীলঙ্কা সিরিজের সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান প্রকাশ্যেই বলেছিলেন, ‘সাকিবকে কখন পাওয়া যাবে, নিশ্চিত থাকতে পারি না আমরাও।’
সেক্ষেত্রে সাকিবকে নতুন করে কি দায়িত্ব দেওয়া ঠিক হবে? খালেদ মাহমুদ ইঙ্গিত দিয়ে রাখলেন, সাকিবকে পাওয়া যাবে সামনে থেকে। সঙ্গে অধিনায়ক যে তিনিই হচ্ছেন, সেই গুঞ্জনও মিরপুরে বিরাজমান, ‘আমি বলছি না যে সাকিবই অধিনায়ক হবে। তামিম আছে, মাহমুদুল্লাহ রিয়াদ এই ফরম্যাট ছেড়ে দিয়েছে। মুশি (মুশফিক) আছে, সে নেবে কি না সেটা বড় ব্যাপার। কে হবে আমি জানি না। তবে সাকিবকে নিয়ে ইস্যু নেই, সাকিবকে জিজ্ঞেস করলেও বলে যে সবসময় টেস্ট খেলতে চায়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ