বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি শুরু হতে খানিক দেরি হয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটে বিসিবিতে এসেছেন সভাপতি নাজমুল হাসান। এরপরই বৈঠক শুরু হয়েছে। গত নির্বাচনের পর এটি বোর্ডের দ্বিতীয় বৈঠক।
এবারের বোর্ড সভার এজেন্ডার কথা জানাতে গিয়ে বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেছিলেন, ‘আমাদের রেগুলার বেসিসে যে ধরনের প্রক্রিয়াগুলো ক্রিকেট বোর্ডে থাকে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই বৈঠকে আলোচনা হবে। সেখানে নতুন অবকাঠামো উন্নয়ন, মাঠের কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে এবং সামগ্রিকভাবে আমাদের একটা এজিএম আছে সেটা নিয়ে কিছু কথা আছে। এগুলোই হয়তো কালকে আলোচনা হবে।’
টিটু বলেন, ‘মুমিনুল কালকে যে কথাগুলো বলেছে, সে টেস্টে অধিনায়কত্ব করতে চায় না। এটা কিন্তু হুট করে গতকালই অফিসিয়ালি জানিয়েছে এবং সংবাদ মাধ্যমকেও সে জানিয়েছে, বোর্ড সভাপতিকেও জানিয়েছে। একটা মিটিং যখন হয় সেটার এজেন্ডা তো নির্ধারিত হয় অনেক আগে থেকে। এটা যেহেতু গতকালকে আমাদের কাছে এসেছে, বোর্ড সভাপতির কাছে সে বলেছে। ওটা অফিসিয়াল এজেন্ডাতে যে এখানে আসবে ওরকম কিছু প্রস্তুতের সময় কিন্তু আমরা পাইনি। সভাপতির কাছে সে এটা বলেছে , কালকের মিটিংয়ে সভাপতি যদি মনে করে উঠিয়ে আলাপ আলোচনা করেন, তাহলে কালকেই সেটি নিয়ে আলোচনা হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ