অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে টাইগাররা। প্রথম দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯৫ রান তুলেছে উইন্ডিজ। তারা এখনো ৮ রানে পিছিয়ে থাকলেও হাতে আছে ৮ উইকেট।
দিনের খেলা শেষে নিজ দলের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। বিষদ ব্যাখ্যায় দু'টি সুযোগের দরজা খুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
যেখানে সাকিব বলেছেন, ‘দেখুন এখানে দলের দুটি সুযোগ আছে। একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যত ইচ্ছা রান করতে দেওয়া। তারপর আমরা সেকেন্ড ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেল। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের একশ, দেড়শ, দুইশর ভেতরে অলআউট করতে পারি, এমনকি আড়াইশর ভেতরে অলআউট করতে পারি– তখন আমরা যদি সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করি। তবে লাস্ট ইনিংসে এখানে কি হবে, আমরা তো জানি না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ