৫ জুলাই, ২০২২ ১৩:১১

প্রথমবারের মতো উইম্বলডন মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো উইম্বলডন মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা

সানিয়া মির্জা

ক্যারিয়ারের শেষ উইম্বলডন খেলতে নেমেছেন সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। সঙ্গী ক্রোয়েশিয়ার মেট পেভিক। চতুর্থ বাছাই জুটিকে হারিয়ে দিলেন তারা। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৫। এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া।

প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে তারা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিরুদ্ধে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা। প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তারা। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে বেগ পেতে হয় ডাবরস্কিদের। সানিয়ারা প্রথম সার্ভের ৭৫ শতাংশ জিতে নেন। দ্বিতীয় সার্ভে জেতেন ৬৫ শতাংশ। পেভিকের শক্তিশালী সার্ভ বিপদে ফেলছিল বিপক্ষকে।

সেমিফাইনালে সানিয়ারা খেলবেন সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটির বিরুদ্ধে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর