ধরে খেলার চেষ্টা করেছিলেন লিটন কুমার দাস আর এনামুল হক বিজয়। তবে শেষ পর্যন্ত তা চার ওভারও থিতু হয়নি। এনামুল বিজয় ফিরেছেন ব্যক্তিগত ১০ রানে, আর সাকিব সাজঘরের পথ ধরেছেন পাঁচ রানে।
স্মিথের ফুলটসে একটা চার মেরেছিলেন এনামুল, তারপর স্মিথের শিকার হয়েই তার সাজঘরের পথ ধরা। লেগ সাইডের বলটা তুলে মারতে গিয়ে টপ-এজড হয়ে থার্ডম্যানে ধড়া পড়েন বিজয়। ওপেনিং জুটিতে আসে ৩৫ রান।
শুরুতেই আক্রমণাত্মক সাকিবও আজ খেসারত দিলেন। রোমারিও শেফার্ডকে তুলে মারতে গিয়ে খাড়া আকাশে তুললেন বল, ওডিন স্মিথের ক্যাচ হয়ে সাজঘরে।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
পেসার তাসকিন আহমেদের বদলে গায়ানায় মূল একাদশে জায়গা মিলেছে স্পিনার নাসুম আহমেদের।
বাংলাদেশ একাদশে আছেন, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/নাজমুল