সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। পাঁচ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৩ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।
শেষের দিকে নামা নুরুল হাসান সোহান ২ এবং মোসাদ্দেক হোসেন করেছেন ১০ রান।
ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেই রান আউটের কবলে আফিফ হোসেন। ৩৮ বলে ৫০ রান করেই সাজঘরে ফেরেন তিনি।
তার আগে ২ চার, ১ ছয়ে ২০ বলে ২২ রান করেই থামেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও ওয়ালশকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন।
খোলসবন্দি লিটন কুমার দাস, হাত খুলতে গিয়েই ধরা। ৪১ বলে ৪৯ রান করে ১ রানে আক্ষেপ নিয়ে লিটন ফিরেছেন সাজঘরে।
হেইডেন ওয়ালশের অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া বলে জোরের ওপর শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছেন লিটন। আফিফের সঙ্গে তাঁর জুটিতে এসেছে ৪৪ বলে ৫৭ রান।
এর আগে আরেক ওপেনার এনামুল বিজয় ফিরেছেন ব্যক্তিগত ১০ রানে, আর সাকিব সাজঘরের পথ ধরেছেন পাঁচ রানে।
স্মিথের ফুলটসে একটা চার মেরেছিলেন এনামুল, তারপর স্মিথের শিকার হয়েই তার সাজঘরের পথ ধরা। লেগ সাইডের বলটা তুলে মারতে গিয়ে টপ-এজড হয়ে থার্ডম্যানে ধড়া পড়েন বিজয়। ওপেনিং জুটিতে আসে ৩৫ রান।
শুরুতেই আক্রমণাত্মক সাকিবও আজ খেসারত দিলেন। রোমারিও শেফার্ডকে তুলে মারতে গিয়ে খাড়া আকাশে তুললেন বল, ওডিন স্মিথের ক্যাচ হয়ে সাজঘরে।
ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন হেইডেন ওয়ালশ। ওডেন স্মিথ ও রভমান পাওয়েল নিয়েছেন একটি করে উইকেট।
বিডি প্রতিদিন/নাজমুল