নাসুম আহমেদ, মেহেদী হাসান আর সাকিব আল হাসান, তিনজন মিলে ফিরিয়েছেন তিন ক্যারিবীয় ব্যাটারকে। এরপর দলের হাল ধরেছেন কাইল মায়ার্স ও অধিনায়ক নিকোলাস পুরান।
প্রথম ওভারে বল করতে এসেই ব্রেন্ডন কিংকে ফেরান নাসুম। ওভারের শেষ বলটা ঝুলিয়ে দিয়েছিলেন, ফ্লিক করতে গিয়ে মিড অনে অধিনায়ক মাহমুদউল্লাহর হাতে ধড়া পড়েছেন তিনি কিং।
এরপর আঘাত হানেন মেহেদী। তার বল হাঁটু গেড়ে টেনে খেলতে গিয়েছিলেন শামার ব্রুকস, তবে সরাসরি ক্যাচ দিয়েছেন এনামুল বিজয়ের হাতে।
তারপর স্মিথকে ফেরান সাকিব। সাকিবের বল স্লগ সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লিউ হয়েছেন স্মিথ।
শুরুতে টস জিতে ব্যাট করে লিটন দাসের ৪৯, আফিফ হোসেনের ৫০ রানের ইনিংসের সঙ্গে ৪৯ ও ৫৭ রানের দুই জুটিতে ক্যারিবীয়দের ১৬৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/নাজমুল