রোহিত শর্মা আর ইশান কিশানে মন্থর শুরুর পর ঝড় তোলেন তিনে নামা দীপক হুদা। ১৭ বলে ৩৩ রান করেন দীপক। তার সাথে অপরপ্রান্তে মহাঝড় তোলেন সূর্য কুমার যাদব। ১৯ বলে সূর্য করেন ৩৯ রান।
তারপর ইংলিশ বোলারদের তোপ সামলানো ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। সাথে হাঁকিয়েছেন সপাটে। ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন হার্দিক।
সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ১৯৯ রানের টার্গেট দেয় ভারত।
বড় টার্গেটে খেলতে নেমে হার্দিকের বলে শুরুতেই খেই হারান ইংলিশ ব্যাটার জেসন রয়। এরপর আরেক খুনে ব্যাটার ডেভিড মালানকেও ফেরান হার্দিক, লিভিংস্টোন ও স্যাম কুরানও তার শিকার।
ব্যাটে টাল সামলানো হার্দিক ভারতের হয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। আর তার এমন বোলিং তোপেই ১৪৮ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। ভারত পেয়েছে ৫৫ রানের বড় জয়।
বিডি প্রতিদিন/নাজমুল