শেষটাও ভালো হলো না বাংলাদেশের। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে ধরাশায়ী হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টাইগারদের দেওয়া ১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে খুব একটা বেগ পেতে হয়নি।
কাইল মায়ার্সের ৫৫ আর নিকোলাস পুরানের ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসে ১৮ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে হারের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে বাংলাদেশ। আর গায়ানায় সবশেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে রিয়াদের দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লিটনের ৪৯ ও আফিফের ৫০ রানের ভর করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় নিকোলাস পুরানের দল। নাসুমের বলে ওপেনার কিং ফেরেন ৭ রানে। তিনে নামা ব্রুকসকে ফেরান মেহেদী হাসান। আর চারে নামা ওডেন স্মিথকে ফেরান সাকিব আল হাসান।
তবে ধাক্কা সামলে অধিনায়ক পুরানকে নিয়ে দলকে জয়ের পথে পৌঁছে দেন আরেক ওপেনার কাইল মায়ার্স। তিনি ৩৮ বলে ৫৫ রানে নাসুমের বলে আউট হলেও পুরান ম্যাচ শেষ করেই উঠেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল