চলতি উইম্বলডনে প্রথম পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য সিমোনা হালেপ সেমিফাইনালে দাঁড়াতেই পারলেন না। সাবেক চ্যাম্পিয়নকে গুঁড়িয়ে ফাইনালে পা রাখলেন এলেনা রিবাকিনা। যেখানে তার প্রতিপক্ষ ওন্স জাবের। অল ইংল্যান্ড ক্লাবে বৃহস্পতিবার (৭ জুলাই) দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারান রিবাকিনা।
কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠে রিবাকিনা ইতিহাস গড়েছিলেন আগেই। ২৩ বছর বয়সী এই খেলোয়াড় এবার উঠে গেলেন ফাইনালেও। ঘাসের কোর্টের এই প্রতিযোগিতায় ২০১৯ সালের চ্যাম্পিয়ন হালেপ এখানে ১২ ম্যাচ পর হারের স্বাদ পেলেন। এদিনের আগে জিতেছিলেন টানা ২১ সেট।
শেষ চারের আরেক ম্যাচে জার্মানির টাটিয়ানা মারিয়াকে ৬-২, ৩-৬, ৬-১ গেমে হারান তৃতীয় বাছাই তিউনিসিয়ার জাবের। সিমোনা হালেপসিমোনা হালেপটেনিসের উন্মুক্ত যুগে প্রথম আরব খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন তিনি। উন্মুক্ত যুগে কোনো মেজরের ফাইনালে ওঠা প্রথম আফ্রিকান নারী খেলোয়াড়ও বিশ্ব র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা জাবের। দুই ফাইনালিস্টের সামনেই তাই প্রথম শিরোপার হাতছানি। আগামী শনিবার হবে শিরোপা লড়াই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ